রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জের রুবেল মিয়া (১৬) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় উদ্ধারের পর হত্যাকারীকে আটক করেছে র‍্যাব। হত্যাকারীও কিশোর। নাম রিয়াদ (১৬)। দুজনের বাড়ি একই উপজেলায়। দেওয়ানগঞ্জ। পাওনা টাকা আদায় নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক রিয়াদ।

বুধবার (৮ জুন) দুপুরে ই-মেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

তিনি আরও জানান, ২ জুন রাতে দেওয়ানগঞ্জের দেলোয়ার হোসেনের ছেলে রুবেল মিয়া নিখোঁজ হয়। ৪ জুন বকশীগঞ্জের মাইছানিরচর গ্রামে ব্রহ্মপুত্র নদে অর্ধগলিত একটি লাশ পানিতে ভাসতে দেখা যায়। লাশ উদ্ধারের পর (৫ জুন) এ বিষয়ে বকশীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। পরবর্তীতে লাশের পরিচয় শনাক্ত হবার পর ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন এবং অভিযুক্তকে আটকের চেষ্টা অব্যাহত রাখে র‍্যাব সদস্যরা। ৮ জুন রাত আনুমানিক ০০.৪৫ মিনিটে (৭ জুন মধ্যরাতে) হত্যাকারী রিয়াদকে নিজবাড়ি থেকে আটক করা হয়। রিয়াদ একই উপজেলার বাহাদুরাবাদ গ্রামের মো. ইউনুস আলীর ছেলে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ পাওনা টাকা আদায় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নিজেই এই নৃশংস হত্যাকান্ডটি ঘটিয়েছে মর্মে স্বীকার করে এবং নৃশংস হত্যাকান্ডটি কিভাবে ঘটিয়েছে তার বর্ণনা দেয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(আরআর/এসপি/জুন ০৮, ২০২২)