রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল ফাটায় তারা। তবে এতে কেউ হতাহত হয়নি।

বুধবার দুপুরে নগরীর কাদিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুস সোবাহান জানান, দুপুর ১২টার দিকে হজ ও তাবলীগ জামাত নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর মন্তব্যের প্রতিবাদে নগরীর নিউমাকের্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবিরকর্মীরা।

মিছিলটি অলকার মোড়ে গিয়ে সমাবেশ করে শেষ হয়। সমাবেশ শেষে যাওয়ার সময় কাদিরগঞ্জ মহিলা কলেজের সামনে মিছিলকারীদের পুলিশ বাধা দেয়। এসময় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।


(ওএস/অ/অক্টোবর ০১, ২০১৪)