রাজন্য রুহানি, জামালপুর : সারাদেশে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর সদর উপজেলা বিএনপি। সেই সঙ্গে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদ জানান নেতারা।

সোমবার (১৩ জুন) দুপুরে শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা কৃষকদলের সভাপতি সরকার সুলতান আহমেদ বাদশা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম কামরুল ইসলাম ও মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই মানুষের কষ্ট বুজেন না। গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি হলেও সরকার এর কোন ব্যবস্থাগ্রহণ করছে না। আগামী দিনে এই অবৈধ সরকারের বিদায় ঘন্টা বাজাতে আন্দোলনকে আরও বেগবান করে রাজপথ দখল করার আহ্বান জানান বক্তারা।

(আরআর/এসপি/জুন ১৩, ২০২২)