ওহিদুজ্জামান কাজল, মাদারীপুর : মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় আটক ৪ দালালের প্রত্যেকে একমাস করে কারাদণ্ড ও নগদ ৫শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার দুপুরে শহরের কুকরাইল এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। দন্ডপ্রাপ্তরা হলো, মাদারীপুর পৌরসভার গোলাবাড়ি এলাকার হাফিজুর রহমানের ছেলে পারভেজ মোল্লা (২৮), কুকরাইল এলাকার কাজেম বেপারীর ছেলে আব্দুল রব বেপারী (৬৬), সদর উপজেলার ব্রাহ্মনদী এলাকার নুরুল ইসলাম খানের ছেলে রাজু খান (২৮), কালকিনি উপজেলার রমজানপুর এলাকার ক্ষিরোদ সরকারের ছেলে নন্দ সরকার (৪৫)। এছাড়া দোষ প্রমাণ না হওয়ায় আটক হওয়া গোলাবাড়ি এলাকার লোকমান মাতুব্বরের ছেলে তানভীর মাতুব্বরকে (২২) জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়।

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত অফিসের উপ-পরিচালক আতিকুর রহমান জানান, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র বাড়তে অতিরিক্ত অর্থ নেয়া হচ্ছে এমন অভিযোগের পেক্ষিতে অভিযান চালানো হয়।

এ সময় ৫ জনকে আটক ও পাসপোর্ট জমার স্লিপ জব্দ করে দুদক। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সয়োরার রাব্বিকে খবর দেয়া হয়। তার উপস্থিতিতে আটক ৪জন পাসপোর্ট সংক্রান্ত কাজে দালালির মাধ্যমে সম্পৃক্ততার কথা স্বীকার করলে প্রত্যেকে একমাস করে কারাদন্ড ও প্রত্যেকে ৫শ’ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দোষ প্রমান না হওয়ায় আটক তানভীর মাহমুদকে ছেড়ে দেয়া হয়। নিয়মিত এই অফিসে অভিযান চলবে বলেও জানান তিনি।

মাদারীপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট এবিএম সরোয়ার রাব্বি জানান, সরকারি কাজে বাঁধা প্রদান ও গ্রাহককে হয়রানীর অভিযোগে আটক ৪ দালালকে দন্ডবিধি ১৮৬০ সালের ১৮৬ ধারায় প্রত্যেককে একমাস করে কারাদন্ড ও নগদ ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

(ওকে/এসপি/জুন ১৩, ২০২২)