অঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পর আওতায় বরিশালের আগৈলঝাড়া  উপজেলার নিবন্ধিত মৎস্যজীবিদের পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার ২৫টি পরিবারের মাঝে দুইটি করে ছাগল ও ছাগল পালনের জন্য একটি করে ঘর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে কার্ডধারী জেলেদের বিকল্প কর্মসংস্থানের উদ্দেশ্যে ছাগলসহ উপকরণ বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলম, সহকারী মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অতিথিরা উপজেলার ৫টি ইউনিয়নের কার্ডধারী ২৫জন জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য দুটি করে ছাগল, ছাগল পালনের ঘর বিতরণ করেন।

(টিবি/এএস/জুন ১৬, ২০২২)