ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীতে ছাত্রী ধর্ষণের দায়ে অভিযুক্ত শিক্ষকের প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতির নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা।

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে উত্তরাশশী উচ্চ বিদ‍্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় বিদ‍্যালয়ের ছাত্র-ছাত্রীসহ শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বিদ‍্যালয়টির সহকারি প্রধান শিক্ষক মোক্তার আলী সরকার বলেন, গোপনে বিদ‍্যালয়ে ৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আবেদন নিয়ে দ্রুত নিয়োগ দেয়ার চেষ্টা করলে প্রথম দিকে জেলা শিক্ষা অফিসে নিয়োগটি সাময়িক বন্ধ হলেও ১৫ জুন নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ে কেন্দ্র করে নিয়োগ পরীক্ষা হয়। নিয়োগটি বাতিলের জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ হয়েছে।

এছাড়াও নিরাপত্তা কর্মী পদে ১৫/০৪/২২ইং মো.গোলাম রাব্বি সরকারকে নিয়োগ দেয়া হয়েছিল বলে জানা যায়। কিন্তু আবারও উক্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে গোলাম রাব্বি সরকার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত নীলফামারীতে একটি মামলা করেন। যার মামলা নং-২৮২/২২।

এ বিষয়ে বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতলুবুবর বলেন, আমরা বিধি মোতাবেক ৬ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তির ৪টি পদে নিয়োগ দেয়া হয়েছে। বাকি ২টি পদে কিছু সমস্যার কারনে নিয়োগ নেয়া সম্ভব হয়নি কিন্তু পরবর্তীতে নিয়োগটি নেয়া হবে।

এ বিষয়ে ডিজির প্রতিনিধি নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, নিয়োগটি বাতিলের জন্য একটি আবেদন পেয়েছিলাম কিন্তু কোন ত্রুটি না থাকায় নিয়োগটি নেয়া হয়েছে।

(ওকে/এসপি/জুন ১৬, ২০২২)