রাব্বী ইসলাম

টিয়া পাখি ভাঁড়ি পাজি দিয়েছে আজ আড়ি
কথা দিলো সন্ধা হলো ফিরলো না তো বাড়ি
ঘাটের মাঝি করিম গাঁজি হাকছে উড়ো হাক
খানিক বাদে বৃষ্টি নামবে আকাশ দিচ্ছে ডাক।

গায়ের রাখাল গামছা গলে ফিরলো নিয়ে গরু
আন্ধা আকাশ বান্ধা মেঘে ডাকে গুরু-গুরু
টিনের চালে পড়ছে বাড়ি ঝুমঝুমা-ঝুমঝুম
খোকা ভাবছে বই রেখে দিবো এবার ঘুম।

সকাল হলো নদী ভরলো ডুবলো খাল-বিল
এখনো আকাশ মেঘলা আছে হবে না কী নীল
কারো উঠোনে ষোল গুটি কারো আবার লুডু
পাশেই বসে হুকো টানছে গায়ের বুড়ো দাদু।

পানের বাটার ঝনঝনানি দাদির মুখের গুনগুনানি
লাগছে অনেক বেশ
দেড়ি হলেও বুঝলাম আমি আষাঢ়ের দেশ।