এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে শনিবার (১৮ জুন ২০২২) বেলা বারোটায় যমুনা নদীর পানি বিপদ সীমানার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত চব্বিশ ঘণ্টায় যমুনা নদীতে ৪২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী বগুড়া জেলার ওপর দিয়ে প্রবাহিত যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলে ফসলী জমিতে পানি প্রবেশ করতে শুরু করেছে। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রন বাঁধের পুর্ব পার্শ্বে লোকালয়ে পানি প্রবেশ করেছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি আরো ২/৩ দিন অব্যাহত থাকবে।

যমুনা নদী বগুড়া জেলার সারিয়াকান্দি, সোনাতলা এবং ধুনট উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গত দুইদিন যাবৎ পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সারিয়াকান্দি উপজেলার কর্নিবাড়ী, বোহাইল, চন্দনবাইশা, চালুয়াবাড়ী, কাজলা, সারিয়াকান্দি সদর, কুতুবপুর, কামালপুর ও হাটশেরপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উল্লেখিত এলাকার ধান, মাশকলাই, মরিচ, ভুট্টাসহ বিভিন্ন ফসলী জমিতে পানি প্রবেশ করেছে।

(এটিআর/এসপি/জুন ১৮, ২০২২)