কিশোরগঞ্জ  প্রতিনিধি : কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জব্বার পাড়া গ্রামের গৃহবধু পেয়ারা খাতুন (৩২) তার স্বামী ফালু মিয়ার নির্যাতনে অবশেষে মারা গেলেন।

বুধবার বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের মধ্য পিরিজপুর গ্রামের পেয়ারা খাতুনের লাশ আসার পর পরিবারের লোকজন দেখতে পায় তার বাম চোখে আঘাতের চিহ্নসহ দু-পায়ের মধ্যে অসংখ্য জখমের চিহ্ন। এই ঘটনাটি ঘটে গত সোমবার দিবাগত গভীর রাতে স্বামীর জয়দেবপুর কামারজুড়ি বাসস্থানে।

নিহত পেয়ারা খাতুনের বড় ভাই মো. আসমত আলী গতকাল সাংবাদিকদের নিকট জানান বিয়ের পর হতে পেয়ারা খাতুনের যৌতুকলোভী স্বামী ফালু মিয়া বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য বোনকে নির্যাতন চালিয়ে আসছিল। এরই জের ধরে হয়তো ফালু মিয়া নির্যাতন করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার রূপ দিয়েছে বলে উল্লেখ করেন।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শন মোবারক হোসেন জানান, গৃহবধুর গায়ে কোন আঘাতের চিহ্ন পান নি বলে উল্লেখ করেন। এ ব্যাপারে মঙ্গলবার সকালে জয়দেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(পিকেএস/জেএ/অক্টোবর ০২, ২০১৪)