কিশোরগঞ্জ  প্রতিনিধি : কিশোরগঞ্জ সদরের উত্তরাঞ্চলে জুয়ার আসর জমজমাট। জানা যায়, সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ৩ ইউপি সদস্যের নেতৃত্বে প্রতিদিন সাদুল্লারচর বাজার, ব্রাহ্মণকচুরী তেপথা মোড়সহ আশপাশের নির্দিষ্ট স্থানে তাস খেলার নামে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলার আসর বসে।

এলাকাটি কিশোরগঞ্জ ও নান্দাইল থানার সীমান্তবর্তী স্থান হওয়ায় নান্দাইল থানার সিংরইল, মুসুল্লী, কিশোরগঞ্জ সদর থানার লতিবাবাদ, রশিদাবাদ, মাইজখাপন ইউনিয়নের একাংশের জুয়াড়ীরা এসে প্রতিদিন ব্রাহ্মণকচুরী মোড়ে একত্রিত হয়ে সন্ধ্যার পর বিভিন্ন স্থানে জুয়ার আসর বসিয়ে থাকে।

এলাকাবাসী জানায়, এসব জুয়া খেলায় এক শ্রেণীর যুবকসহ অনেকেই জুয়া খেলায় অংশ নিয়ে সর্বস্ব হারিয়ে বাড়ি ছাড়া হচ্ছে। একাধিক জুয়াড়ী জানান, কিশোরগঞ্জ সদর থানার পুলিশকে ম্যানেজ করে জুয়ার আসর চালিয়ে আসছে।

(পিকেএস/জেএ/অক্টোবর ০২, ২০১৪)