দিলীপ চন্দ, ফরিদপুর : স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে  শিশু একাডেমীতে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও বীর মুক্তিযুদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. শাহজাহান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সিরাজ ই কবির খোকন, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, রাশিনের নির্বাহি পরিচালক আসমা আক্তার মুক্তা, এছাড়া শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু-কিশোরদের মধ্যে চিত্রাংকন, স্বরচিত গল্প বলা, কবিতা আবৃতি , ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

(ডিসি/এএস/জুন ২৩, ২০২২)