ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস।

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) টি এম রাসকিন কবীর , থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সানোয়ার হোসেন।

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা খান, কৃষি অফিসার মিতা সরকার, মাধ্যমিক শিা অফিসার সেলিম আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সলিমপুর ইউপি'র চেয়ারম্যান আব্দুস মজিদ বাবলু মালিথা, সাঁড়া ইউপি'র চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, মুলাডুলির চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা প্রমুখ।

(একেকে/এএস/জুন ২৩, ২০২২)