ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা আওয়ামী লীগ বর্ণাঢ্য র‌্যালি করেছে। এ উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। লাল-সবুজ বাতি দিয়ে দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করা হয়েছে। সকাল ১০টায় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হয়, এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি বাদ্যযন্ত্রের তালে তালে শহর প্রদক্ষিণ করে।

১০টা ৫০ মিনিটে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ দলীয় সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হকের নেতৃত্বে শহরের বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমানের নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাতির জনকের প্রতি পুষ্পার্ঘ্য অর্পন করেন, এরপর মশফিকুল ইসলাম রিন্টু ও আরিফ হোসেন মুনের নেতৃত্বে পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এরপর একে একে যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দেওয়ান মুজিবুদ্দৌলা জকির নেতৃত্ব বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরাও জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। র্যালি শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাপনি বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

(ওকে/এসপি/জুন ২৩, ২০২২)