মদন প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেয়ায় আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ করছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার পর্যন্ত পৌর সদরসহ উপজেলার ৮ ইউনিয়নে ৫১টি আশ্রয় কেন্দ্রে ১০ হাজার পরিবার ও বন্যায় ক্ষতিগ্রস্ত পানি বন্দি ৩০ পরিবারের মাঝে জিআর চাল ৫০ মেট্রিক টন, শুকনা খাবারের প্যাকেট ৫শ ও নগদ ২লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ এর নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ,পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মোঃ হুমায়ূন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মদন প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম,সাংবাদিক তোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যানগণ ,স্বেচ্ছাসেবক টিম ও বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।

(এম/এসপি/জুন ২৩, ২০২২)