বিনোদন ডেস্ক : শাকিব খান ও পূজা চেরী প্রথমবার জুটি হয়েছেন 'গলুই' সিনেমায়। এস এ হক অলিক পরিচালিত ছবিটি গেল রোজা ঈদে মুক্তি পেয়ে বেশ দর্শক টানতে সক্ষম হয়। সেই সাফল্যের পর এবার সিনেমাটি উত্তর আমেরকার হলে মুক্তি পেতে যাচ্ছে।

উত্তর আমেরিকার ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানি বায়োস্কোপ ফিল্মস। এর হাত ধরেই আমেরিকায় যাচ্ছে ছবিটি৷ এ বিষয়ে ২৩ জুন বায়োস্কোপের সাথে গলুই ছবির পরিচালক ও প্রযোজক চুক্তি করেছেন৷

সেখানে বায়োস্কোপ ফিল্মসের পক্ষে ছিলেন সাংবাদিক নিপু বড়ুয়া৷ তিনি বলেন, 'আন্তর্জাতিক এই কোম্পানির প্রধান নির্বাহী রাজ হামেদ ও কো ফাউন্ডার তার স্ত্রী রুবানা। গত বছর এই চলচ্চিত্র প্রেমী দম্পতির সঙ্গে পরিচয় হয়। বাংলা সিনেমা নিয়ে তাদের পরিকল্পনা শুনে এই কোম্পানির প্রতি আগ্রহ বেড়ে যায়। ইতিমধ্যে বায়োস্কোপ ফিল্মস উত্তর আমেরিকায় সুনামের সঙ্গে বাংলা সিনেমা প্রবাসী বাঙালিদের কাছে পৌঁছে দিয়েছেন।

এবার ঢালিউড সুপারস্টার শাকিব খানের গলুই সিনেমাটি কোরবানীর ঈদে যুক্তরাষ্ট্রে প্রদর্শন হতে যাচ্ছে। আজ গলুই ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু ও ছবির পরিচালক এস এ হক অলিকের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। এই সিনেমার আন্তজার্তিক ডিস্ট্রিবিউশনের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।'

এ প্রসঙ্গে গলুই ছবির পরিচালক বলেন, 'উত্তর আমেরিকায় ঈদের ছবি 'গলুই' চলবে এটা দারুণ খবর। ৮ জুলাই থেকে উত্তর আমেরিকায় ২৪টি রাজ্যে, ৫৮টি শহরে ১০০টিরও বেশি হলে পর্যায়ক্রমে চলবে 'গলুই'। বায়োস্কোপ ফিল্মসের সাথে আজ চুক্তি সম্পন্ন হল।'

নায়িকা পূজা চেরীও এই খবরে খুবই আনন্দিত।

(ওএস/এসপি/জুন ২৪, ২০২২)