কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ২৫ কৃষককে আলোক ফাঁদ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খেতের পোকা দমনের জন্য ওই আলোক ফাঁদ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোক ফাঁদ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা। আলোক ফাঁদ স্থাপনের মাধ্যমে ফসলের খেতে ক্ষতিকর কী ধরনের পোকা রয়েছে; সেটি শনাক্ত করা যাবে। এর ফলে কীটনাশকের ব্যবহার কমিয়ে খেতের ফসল সুরক্ষায় আলোক ফাঁদ প্রযুক্তির মাধ্যমে পোকা দমন করা সম্ভব হবে।

(এসএ/এসপি/জুন ২৪, ২০২২)