এস এ সাদিক, মেহেরপুর : স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রশাসকের কার্যালয় থেকে এ সোভাযাত্রা বের হয়ে বাদ্যের তালে তালে শহীদ ডঃ শামসুজ্জোহা নগর উদ্যান এ গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের নেতৃত্বে শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা, (রাজস্ব) লিংকন বিশ্বাস, ( শিক্ষা ও আইসিটি) আশরাফুজ্জামান ভূঁইয়া, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদ হোসেন, টিটিসি’র অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, পিপি পল্লব ভট্টাচার্য, সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, গাংনী পৌর সভার মেয়র আহাম্মদ আলী।

এছাড়াও শোভাযাত্রায় মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার ভবেশ রঞ্জন রায় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা কর্মচারীগণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রার অগ্রভাগে বাংলাদেশ পুলিশ মেহেরপুরের বাদক দল এবং মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয ও বিএম কলেজের বাদকদল বাদ্য বাজিয়ে শহর প্রদক্ষিণ করেন।

(এস/এসপি/জুন ২৫, ২০২২)