দিলীপ চন্দ, ফরিদপুর : স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে এক বর্ণাঢ্য র‌্যালি আজ শনিবার সকালে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) সহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রী বৃন্দ।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ জামাল স্টেডিয়াম এসে শেষ হয়। সেখানে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে আটটায় জেলা পুলিশের উদ্যোগে একটা বর্ণাঢ্য রেলি বের করা হয়। এছাড়া সকাল সাতটার পর থেকেই শহরে বিভিন্ন এনজিও সংগঠনের উদ্যোগে ভিন্ন ভিন্ন থেকে বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করে।

উপলক্ষে ২ দিনব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে শহরের শেখ জামাল স্টেডিয়াম এ। এই সংবাদ লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল।

(ডিসি/এসপি/জুন ২৫, ২০২২)