কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. সিফাত শারমীন বৃষ্টি। উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা হংসপতি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দ, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রভাত রায়, শিক্ষক জহিরুল ইসলাম ও রওশানা আক্তার রুমি। প্রশিক্ষণ শেষে বিদ্যালয়ের ১০০ কিশোরীকে স্যানেটারী ন্যাপকিন ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।

(এসএ/এসপি/জুন ২৫, ২০২২)