জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে বৃহস্পতিবার প্রতিক বরাদ্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার টিটন খীসা। প্রতিক পেয়েই প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন।

পাড়ায় পাড়ায় ঈদ শুভেচ্ছা বিনিময় ও পূজা মন্ডপে গিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়ে নিজ নিজ প্রতিকের প্রচারণা করছেন প্রার্থীরা। চলছে পৌর এলাকায় সালাম, আদাব, অভিবাদন জানিয়ে মাইকিং। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্যসাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর জাপা সভাপতি আব্দুল মালেক ফারুক (তালা), সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক (চশমা), ঠিকাদার আব্দুর রহমান লুক (কাপ পিরিচ), সোনার বাংলা সমবায় সমিতির এমডি জাফরুল ইসলাম (দোয়াত কলম), জামায়াত নেতা ইমরান আহমদ (আনারস)। আগামী ১৮ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি কোন প্রার্থী দিতে না পারায় দলের নেতাকর্মীরা হতাশ।

(এসপি/এএস/অক্টোবর ০২, ২০১৪)