স্টাফ রিপোর্টার : হজ ফ্লাইট শুরু হওয়ার পর রবিবার (২৬ জুন) পর্যন্ত গত ২২ দিনে সৌদি আরবে গেলেন ৪০ হাজার ২০০ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ৮১৫ জন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এ পর্যন্ত ১১২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬৪টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে।

সৌদি আরবে এখন পর্যন্ত ছয়জন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, শেষ হবে ৪ আগস্ট।

(ওএস/এএস/জুন ২৭, ২০২২)