প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা অগ্নিকাণ্ডে বসত বাড়ির ৩ ঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার  (২৫ জুন ) দিবাগত রাতে উপজেলার কাইচাইল ইউনিয়নের উওর কান্দি গ্রামের কৃষক তারা মাতুব্বার(৪৫) ও ফিরোজ মাতুব্বার(৫০) এর বসত বাড়ি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বাড়ির মালিক তারা মাতুব্বর উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, রাত ১২ টার দিকে ফিরোজ মাতুব্বরের রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই মধ্যে আগুন পাশের আরও ২টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দেয়।

পরে খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের কর্মীরা ও এলাকার সাধারণ জনগণ ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনি।

এ সময় তারা মাতুব্বর গচ্ছিত অর্থ বিদেশে যাওয়ার জন্য রেখেছিলেন ৩ লক্ষ ৫০ হাজার টাকা। সারা বছরের অর্জিত ধান, পাট, পিঁয়াজ অন্যান্য ফসল দি ৮ লক্ষ টাকার ও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন। একপর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন যে আমার আর শেষ সম্বল টুকু আর কিছু রইল না,সকল বৃত্তবান ব্যক্তিকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

এসময় কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা খান জানান, ঘটনাটি শোনার সাথে সাথে আমি ছুটে যাই চাল,ডাল সহ ঘরে সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় । আমার ইউনিয়নের পক্ষ থেকে ইতিমধ্যে দুই বস্তা চাউল ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে বলে আশ্বাস দেন।

নগরকান্দা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে একটি ফরম পেরন করা হয়েছে, জমা দেওয়ার পর সহযোগিতা করা হবে।

(পিবি/এসপি/জুন ২৭, ২০২২)