গোপালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বাহিনীর পক্ষ থেকে শহরে একটি শোভাযাত্র বের করা হয়। শোভাযাত্রা শেষে শেখ মনি অডিটোরিয়াম চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। এরপর অডিটোরিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ মহাপরিচালক ফাতেমা সুলতানা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু ও অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদদান তাইয়ান। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ। আলোচনা সভা শেষে ভাল কাজের জন্য বাহিনীর ৮২ সদস্যের হাতে সেলাই মেসিন, বাই সাইকেল, ছাতা ও টর্চ লাইট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের শেষ পর্বে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও দেশাত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
(টিবি/এসপি/জুন ২৮, ২০২২)