গোপালগঞ্জ প্রতিনিধি : ‘নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন, বিধি ও  প্রবিধিমালার প্রয়োগ’ শীর্ষক সেমিনার হয়েছে গোপালগঞ্জে।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইউম সরকার।

গোপালগঞ্জ ডিসি অফিসের ডিডি এলজি আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাশেদুর রহমান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. আব্দুল আলীম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা মুন্নি খানম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সেমিনারে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, হোটেল মালিক, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এরআগে সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইউম সরকার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন, ফাতেহাপাঠ ও দোয়া মোনাজাত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

(টিকেবি/এএস/জুন ২৯, ২০২২)