গত সোমবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু আঞ্চলিক পত্রিকায় আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গত ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের জন্য সরকার কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আমাদের বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিসহ সকল সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুল গফফার অংশগ্রহণ না করে অফিস কক্ষে বসে ছিলেন । তখন সভাপতি ও সদস্যরা তাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা বললে সে তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের উস্কানীমূলক কথা বলেন। তখন তারা এর প্রতিবাদ করলে তাদের উপর সে চড়াও হয়ে ওঠে।আমি এই প্রতিষ্ঠানে চারবছর যাবৎ কর্মরত আছি। তিনি স্বেচ্ছারিতায় অভ্যস্ত। তিনি সরকার ঘোষিত কোন কর্মসূচীতে অংশগ্রহণ না করে বিভিন্ন সময় সরকারকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। তিনি সাংবাদিকদের মাধ্যমে ভুল তথ্য পরিবেশন করে আমার ও বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোঃ রওশন আলী
প্রধান শিক্ষক
কুলফাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
সদর উপজেলা, ঝিনাইদহ।

(একে/এসপি/জুন ২৯, ২০২২)