কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার পূজা মন্ডপগুলোতে শুক্রবার ভোরে শারদীয় দুর্গোৎসবের মহানবমী পূজা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্ডপ ও সদরপুর সার্ব্বজনীন পূজা মন্ডপে পূজা শেষ হয় সকাল ৬টা ৪৫ মিনিটে।

নবমী তিথি ছিল সকাল ৬টা ৫৪ মিনিট পর্যন্ত। পরে দশমী তিথি শেষ রাত ৪টা ৩৭ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত। সকাল ৬টা ৫৪ মিনিটের মধ্যে দুর্গা দেবীর কেবল মহানবমী কল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা প্রশস্তা দিবা ৮টা ৫৯ থেকে ৯টা ৫৮ এর মধ্যে।

তবে নবমী এবং দশমী তিথি একই দিন হওয়ায় কুষ্টিয়ায় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়ে যাবে।
শুক্রবার দশমীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও বিজয়া মিছিলের মাধ্যমে শনিবার প্রতিমা বিসর্জন হবে।
বিজয়া দশমীঃ পক্ষান্তরে শুক্রবার দিবাগত রাত ৪টা ৩৭ মিনিটের মধ্যে দশমী শেষ হয়ে যাবে। তবে প্রাত ৬টা ৫৪ মিনিট গতে পূর্বাহ্ন ৯টা ৫৮ মিনিটের মধ্যে কুলিক বেলা এবং বিহিত লগ্নানুরোধে সকাল ৮টা ২৩ মিনিটের মধ্যে দশমী বিহিত পূজা সম্পন্ন হবে।

(কেএইচ/জেএ/অক্টোবর ০৩, ২০১৪)