নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে সাঁওতাল বিদ্রোহের (হুল দিবস) ১৬৭তম দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পারগানা বাইসি ও ধামইরহাট থানা আদিবাসী বহুমুখী সমবায় সমিতির যৌথ আয়োজনে উপজেলা সদরে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে হুল দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পারগানা সেবেস্তিয়ান হেমরমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহা আলী। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়,উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার, তাপস কুমার, রামজনম রবিদাস, ঈশ্বর মার্ডী, বিশ্বনাথ টুডু, কুরশীদ পাহান,সুরেশ উরাও, দানিয়েল তপ্ন, নিপেন সরেন, পাস্কায়েল হেমরম, মিশু হাসদা প্রমুখ। অপরদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে উপজেলা আগ্রাদ্বিগুন কাঁচা বাজারে সাঁওতাল বিদ্রোহের হুল দিবস উপলক্ষে কৃষক-ক্ষেতমজুর ও আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের আগে আগ্রাদ্বিগুন বাজারে বর্ণাঢ্য লাল পতাকা র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে বাসদ নেতা দেবলাল টুডুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য নিখিল দাস, বাসদের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, ক্ষেতমজুর ও কৃষক ফ্রুন্টের সহসভাপতি কমরেড জয়নাল আবেদীন মুকুল, রবিউল টুডু, মঙ্গল কিস্কু, মিজানুর রহমান, তারামনি উরাও, বিঞ্চুপদ সরকার,কালিপদ সরকার প্রমুখ।

অপরদিকে এদিন নওগাঁর নিয়ামতপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা গেট থেকে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিআরডিবি ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে এদিন বেলা ১১টায় পল্লী সঞ্চয় ব্যাংকের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাঁওতাল নেতা জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাবেক সভাপতি সুফল হেমরমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ। জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত মুন্ডার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, বিআরডিবির চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিজয় সরদার, জাতীয় আদিবাসী পরিষদ রসুলপুর ইউনিয়ন শাখার সভাপতি মধু উরাও, যুব পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার আহবায়ক নিপেন পাহান প্রমূখ।

(বিএস/এসপি/জুন ৩০, ২০২২)