রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির লংগদুতে ইউনিসেফ পরিচালিত পাড়াকর্মী ফেন্সি চাকমার (৩৬) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৩ জুলাই) আটারকছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ  উল্টাছড়িস্থ নিজ বসত বাড়ি থেকে ফেন্সি চাকমা নামের  নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

নিহত নারী এলাকার দেবদাশ চাকমার মেয়ে। তিনি পেশায় পাড়া কেন্দ্রের বর্গা শিক্ষিকা ছিলেন।

আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম'কে জানিয়েছেন, ফেন্সি চাকমাকে মাথায়ও আঘাত করা হয়েছে তাকে জঘণ্য ভাবে খুন করা হয়েছে। কে কিংবা কারা খুন করেছে সেটি এখনো জানা যায়নি। তিনি দীর্ঘদিন স্বামীর সঙ্গে তার কোন যোগাযোগ নেই। পরিবারের বাকি লোকজন রাঙামাটি সদরে থাকেন।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চল টেকসই সামাজিক সেবাপ্রদান প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ এয়াছিনুল হক গণমাধ্যম'কে জানিয়েছেন আমরা ঘটনা শুনেছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। আমি যতটুকু জানি ফেন্সি চাকমা রাঙামাটি সদরের বন্দুকভাঙ্গা এলাকার মেয়ে হলেও বিয়ের সূত্রে তিনি লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের উল্টাছড়ি এলাকায় থাকতেন এবং ওই এলাকার পাড়াকর্মী হিসেবে কাজ করতেন।

লংগদু থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন গণমাধ্যমকে জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি গলায় ও মুখে কয়েকটি স্থানে ধারালো দা বা ছুরি দিয়ে ফেন্সি চাকমাকে কোপানো হয়েছে।ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। তদন্তর পর পুরো বিষয়টি পরিষ্কার হয়ে উঠে আসবে।

(আরএম/এএস/জুলাই ০৩, ২০২২)