রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর অভ্যন্তরে মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে জেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করে জামালপুর জেলা পরিষদ।

পরিষদের প্রশাসক মো. ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. সুজাত আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আসাদুজ্জামান নূর এমপি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ঢাকা আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাষ্টি মফিদুল হক, বিশিষ্ট লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আকন্দ প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান নূর এমপি বলেন, আগামী নতুন প্রজন্মের জন্য আমরা মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংস্কৃতি করে রাখতে চাই। মুক্তিযুদ্ধ জাদুঘরে আমরা যেন ইতিহাসের কথাগুলো ফুটিয়ে তুলতে পারি সেটিই হবে আমাদের মূল লক্ষ্য। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনে বীরমুক্তিযোদ্ধাসহ সকলের সহযোগিতা কামনা করেন।

(আরআর/এএস/জুলাই ০৬, ২০২২)