মাদারীপুর প্রতিনিধি : নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘কাওরাকান্দি, কাঁঠালবাড়ি ও মাঝিরকান্দি ঘাটে অতিরিক্ত টাকা নেয়ার যে একটা প্রচলন আছে, তা লক্ষ্য করা যায়। এই ঘাটগুলোর টোল আগামী অর্থ বছরে সম্পূর্ণ রূপে বাতিল করে দেয়া হবে। যাত্রীদের উপর অত্যাচার বন্ধে আগামি অর্থ বছরের পহেলা জুলাই থেকে এই বিধান কার্যকর করা হবে।’

শুক্রবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে নবনির্মিত ৩টি কেবিন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ্, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. বাসুদেব কুমার প্রমুখ।

(এএসএ/জেএ/অক্টোবর ০৩, ২০১৪)