গোপালগঞ্জে ২৪০টি বৃক্ষের চারা রোপন করল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতীয় বৃক্ষ রোপন আভিযানের অংশ হিসেবে গোপালগঞ্জে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের ২৪০ টি চারা রোপন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার গোপালগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করেন বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ।
এই কর্মসূচীর আওতায় গোপালগঞ্জ ২৩ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর, আনসার ও ভিডিপি প্রশিক্ষণ মাঠ, উপজেলা অফিস সহ আনসার ক্যাম্প ও আনসার ক্লাবে ২৪০টি বৃক্ষের চারা রোপন করা হয়।
এর আগে আনসার সদস্যদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ। এ সময় আনসার ও ব্যাটালিয়নের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(টিকেবি/এএস/জুলাই ০৭, ২০২২)