রিপন মারমা কাপ্তাই, রাঙামাটি : রাঙামাটি কাপ্তাই উপজেলা ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড এলাকাধীন বড়ইছড়ি পাড়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় সংস্থা কর্তৃক পরিচালিত কাপ্তাই কেন্দ্রের আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসীর জাহান। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা

অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে ছিলেন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ মৌমিনা বিন জাফর,

সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন এবং তথ্য সেবা কেন্দ্র ও মহিলা বিষয়ক অফিস থেকে প্রাপ্ত বিভিন্ন সুবিধার গুরুত্ব সম্পর্কে উপস্থিত মহিলাদের অবহিত করেন।

সেসময় বক্তারা আরোও বলেন, তথ্য কেন্দ্র ও মহিলা বিষয়ক অফিস থেকে কি কি সেবা পাওয়া যায়, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং ইভটিজিং প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন ইত্যাদি।

উঠান বৈঠকে এলাকার নারী সহ ৫০ জন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে উপস্থিত ৫০ জন মহিলার প্রত্যেককে সম্মানী হিসেবে ১০০/- এবং নাস্তার প্যাকেট প্রদান করা হয়।

(আরএম/এসপি/জুলাই ০৭, ২০২২)