গোপালগঞ্জে ঈদ উপহারের চেক পেল ১২৯ শিশু শিল্পী

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে শিশু শিল্পীদের মাঝে ৬ লাখ ৪৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জে শিল্পকলা একাডেমির শেখ মনি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ আছাদুজ্জামান এসব আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে এনডিসি মোঃ শাহরিয়ার রহমান, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ ও শিশু শিল্পী নূপুর বক্তব্য রাখেন।
এসময় ১২৯ জন শিশু শিল্পীর প্রত্যেককে ৫ হাজার টাকার চেক দেয়া হয়।
জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করে ১২৯ শিশু শিল্পী। তাদের মাঝে ঈদ উপহারের এসব চেক বিতরণ করা হয়।
(টিকেবি/এসপি/জুলাই ০৮, ২০২২)