গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কোরবানীর পশুর কাঁচা চামড়া সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণে আলোচনাসভা, লিফলেট ও শিল্প লবন বিতরণ করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পেরেশন (বিসিক)।

আজ শুক্রবার বিসিক, গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী-মহাব্যবস্থাপক জনাব গৌরব দাসের নেতৃত্বে গোপালগঞ্জ জেলার কোরবানীর গরুর হাট, মুসলিম এতিমখানা, ইসলামী মিশন মাদ্রাসায় বিনামূল্যে শিল্প লবণ বিতরণ করা হয়। এছাড়া চামড়া ছাড়ানো ও কাঁচা চামড়া সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে শিল্প মন্ত্রণালয় প্রণীত প্রচার লিফলেট বিতরণ করা হয়। ওইসব স্থানে সচেতনা মূলক আলোচনা করা হয়।

আলোচনা সভায় বিসিক কর্মকর্তা, মাদ্রাসা শিক্ষক, চামড়া ব্যবসায়ী সহ কাঁচা চামড়া সংরক্ষণ, প্রক্রিয়াজাত করণে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে বিসিকের শিল্প নগরী কর্মকর্তা মাসুদ রানা, প্রমোশন কর্মকর্তা মোঃ সুজাল , ইনস্ট্রাক্টর পরেশ দত্ত, গোপালগঞ্জ বিসিকের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের মোঃ তরিকুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, সৌরভ হাওলাদার সহ বিসিক গোপালগঞ্জের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

(টিকেবি/এসপি/জুলাই ০৮, ২০২২)