রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে নিজ স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি শিক্ষক মো. উজ্জ্বল মন্ডলকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (৮ জুলাই) ভোরে শেরপুর জেলার শ্রীবর্দীর হারুয়া এলাকায় ওই শিক্ষকের নানাবাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। মামলার পর থেকে তিনি তার নানাবাড়িতে আত্মগোপন করেছিলেন।

গ্রেফতারকৃত আসামি ইসলামপুরের ৪নং চরের বাজারে অবস্থিত ব্রাইট নেশন প্রিপারেটরী এন্ড হাইস্কুলের শিক্ষক। তিনি একই এলাকার শহিদ মন্ডলের ছেলে।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-১৪'র কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।

কোম্পানি কমান্ডার আরও জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রী ব্রাইট নেশন প্রিপারেটরী এন্ড হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হবার পর থেকেই কুপ্রস্তাব দিতেন শিক্ষক মো. উজ্জ্বল মন্ডল। এতে রাজি না হলে ২৪ জুন ওই ছাত্রীর বাবা-মা বাড়িতে না থাকায় তাকে জোর করে ধর্ষণ করেন ওই শিক্ষক। ছাত্রীর চিৎকারে লোকজন এলে ওই শিক্ষক পালিয়ে যান। এ ঘটনায় ২ জুলাই ইসলামপুর থানায় একটি ধর্ষণ মামলা হয়। মামলার পর ছায়াতদন্ত শুরু করে তাকে গ্রেফতার করে র‍্যাব।

(আরআর/এসপি/জুলাই ০৮, ২০২২)