রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছে রাশেদুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র। একই দুর্ঘটনায় তার সহযাত্রী স্বাধীন (১৫) গুরুতর আহত হয়েছে। তারা দুজন স্থানীয় মিতালি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মিতালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাশেদুল ইসলাম বাউলপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে এবং আহত স্বাধীন একই গ্রামের হযরত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে মোটরবাইকযোগে বন্ধু স্বাধীনকে নিয়ে ঘুরতে বের হয় রাশেদুল ইসলাম। তারা মিতালি গাছবাড়ি ব্রিজে উঠার সময় মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারায়। এতে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ হারায় রাশেদুল। এ ঘটনায় আহত হয় স্বাধীন। স্বাধীনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোয়াহের হোসেন খাঁন জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

(আরআর/এসপি/জুলাই ১২, ২০২২)