নিউজ ডেস্ক : রোববার ঢাকা ও টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রাজধানীর মাইলস্টোন কলেজের ছাত্র রাজিব অপহরণের ঘটনায় মূল হোতা মাসুদ রানাসহ ৯জনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের মিডিয়া উইংয়ের উপপরিচালক মেজর রুম্মান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৮ এপ্রিল রাজিবকে অপহরণ করেন দুর্বৃত্তরা। পরে মুক্তিপণ হিসেবে ২৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে রাজিবকে পরিবারের কাছে ফিরিয়ে দেয় তারা। এই ঘটনায় অভিযান শুরু করে র‌্যাব। পরে রোববার অপহরণের মূলহোতা মাসুদ রানাসহ চক্রের ৯জনকে আটক করা হয়েছে।

উত্তরায় অবস্থিত র‌্যাবের প্রধ‍ান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

(ওএস/অ/এপ্রিল ২৭, ২০১৪)