গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাওন হালদার (৩৫) নামক এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন। নিহত শাওন হালদার বাগেরহাট জেলার কচুয়া উপজেলার উত্তর মুদিয়া গ্রামের সুনীল হালদারের ছেলে।

আজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এএসআই গৌতম কুমার জানিয়েছেন, শাওন হালদার মটর সাইকেল চালিয়ে বাড়ি থেকে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে পোনা এসএস পেট্রোল পাম্পের সামনে তার মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল চালক শাওন মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(টিকেবি/এসপি/জুলাই ১৪, ২০২২)