রাজন্য রুহানি, জামালপুর : কুমিল্লা থেকে মিনি ট্রাকে করে ৩৬ কেজি গাঁজা জামালপুর পাচার করতে এসেছিল তিন যুবক। গোপনে খবর পেয়ে তাদের আটক করে র‍্যাব।

আটককৃতরা হলো, একই জেলার ব্রাহ্মণপাড়া থানার বরদুশিয়া গ্রামের মৃত ইয়াছিন মিয়ার ছেলে সুমন মিয়া (৩০), মুরাদনগর থানার কাজিয়াতলা কাজীবাড়ী গ্রামের কাজী রমিজ উদ্দিনের ছেলে কাজী সোহেল (৩২) ও দেবিদ্বার থানার বড় আলমপুর গ্রামের কবিরের ছেলে সাইদুল ইসলাম (২০)।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে জামালপুর সদরের হরিপুর গ্রামের পুরাতন ঈদগাহ মাঠ এলাকা থেকে ওই তিন যুবককে আটক করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

তিনি আরও জানান, গোপনে খবর পেয়ে গাঁজা বহনকারী একটি মিনি ট্রাকসহ ওই তিন যুবককে আটক করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকত গাঁজার আনুমানিক মূল্য দশ লক্ষ আশি হাজার টাকা।

(আরআর/এসপি/জুলাই ১৪, ২০২২)