রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি কাপ্তাই ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের  ১,২,৩,৪,৫ নং ওয়ার্ডে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে রবিবার থেকে চন্দ্রঘোনা ইউপি কার্যলয়ের নতুন ভোটারদের বায়োমেট্রিক পদ্ধতিতে ছবি তোলার তথ্য  যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। 

প্রথম দিনে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। আগামী ১৮ জুলাই পর্যন্ত এ ইউনিয়নের ৬,৭,৮,৯ ওয়ার্ডে ভোটারদের বায়োমেট্রিক পদ্ধতিতে ছবি তোলা হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইতিমধ্যে কাপ্তাইয়ের ৫টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে নতুন ভোটারদের এই বায়োমেট্রিক কার্যক্রম শেষ হয়েছে। আজ থেকে চন্দ্রঘোনা ইউনিয়নে শুরু হলো। যা আগামীকাল পর্যন্ত চলবে। এছাড়া সর্বশেষ রাইখালী ইউনিয়নে শীঘ্রই এই কার্যক্রম শুরু হবে বলে তিনি নিশ্চিত করেন। একাধিকবার ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ।

(আরএম/এসপি/জুলাই ১৭, ২০২২)