তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল চুরির অপবাদে রাজু খান (২১) নামক এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

রবিবার ভোর রাত ৩ টায় দিকে টুঙ্গিপাড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয় চত্বরে এ ঘটনাটি ঘটেছে। গণপিটুনিতে নিহত রাজু খান টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা গ্রামের সাদেক খানের ছেলে।

নিহতের চাচা আক্কেল আলী খান অভিযোগ করে বলেন, মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ নির্মম হত্যাকান্ডের বিচার চাই।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গভীর রাতে রাজু উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয় সংলগ্ন একটি বাড়িতে চুরি করতে যায়। স্থানীয়রা তাকে হাতে হাতে ধরে ফেলে। পরে তাকে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয় চত্বরে গণপিটুনি দেয়া হলে সে মারাত্মক আহত হয়। সংকট জনক অবস্থায় তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।

কোটালীপাড়া থানায় নিহত রাজু খানের নামে ২০২১ সালে একটি চুরির মামলা ছিল বলে জানান টুঙ্গিপাড়া থানার এস.আই আফজাল শাহীন জানান। ওই কর্মকর্তা আরো জানান টুঙ্গিপাড়া থানা পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সকালে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে রাজুর লাশ বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল জানান, নিহতের বিরুদ্ধে আগে-পরে একাধিক মোবাইল চুরির অভিযোগ রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৬ টা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি (তদন্ত)।

(টিকেবি/এসপি/জুলাই ১৭, ২০২২)