সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় এবং ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাতি শ্মশান ঘাট এলাকায় শনিবার সকালে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের মুলিবাড়ি রেল ক্রসিং এলাকায় রাস্তা পার হওয়ার সময় ওমেদ আলী (২০) নামে এক ভ্যানচালক বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন। তিনি সদর উপজেলার মোহনপুর গ্রামের হবিবর রহমানের ছেলে।

এদিকে সকাল সাড়ে ৬টার দিকে রায়গঞ্জে মাইক্রো ও পিকআপের মুখোমুখী সংর্ঘষে ১ যাত্রী নিহত ও ৫ যাত্রী আহত হয়েছেন।

পুলিশ জানায়, রংপুরগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫- ৫৩ ৬৩) ও ঢাকাগামী পিকআপের (ঢাকা মেট্রো ন- ৫১-০১৪২) মুখোমুখী সংর্ঘষ হয়। সংর্ঘষে মাইক্রোবাস যাত্রী ফেন্সী খাতুন (১৮) ঘটনাস্থলেই নিহত যান। এ ছাড়া ফেন্সীর বাবা তিস্তা হোসেনসহ পাঁচজন আহত হন।

তিস্তা হোসেন জানান, তাদের বাড়ি গাইবান্দা জেলার সাদ্যুলাপুর উপজেলায়। পরিবারের সদস্যদের নিয়ে ঈদে মাইক্রোযোগে তারা বাড়ি যাচ্ছিলেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি এটিএম আমিনুল ইসলাম এবং হাইওয়ে থানার সার্জেন্ট ইকবাল হোসেন ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন।

(ওএস/এইচআর/অক্টোবর ০৪, ২০১৪)