বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ পৌর মেয়রের শ্রদ্ধা
.jpg)
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে পৌরসভার দায়িত্ব গ্রহন করেছেন।
সোমবার বেলা ১১ টায় তিন টুঙ্গিপাড়া পৌঁছে নব নির্বাচিত ২০ জন কাউন্সিলরকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-২ গাজী হাফিজুর রহমান, কাউন্সিলর জোবায়ের ইসলাম ঝন্টু, মো. আলিমুজ্জামান বিটু, রাশেদ মোহাম্মদ, রনি হোসেন, খায়রুল ইসলাম, আব্দুল জলিল খান, শফিকুর রহমান শুক্তি, এবাদুল হক পলাশ, মো. নাজমুল হাসান, শেখ রাশেদ আহম্মেদ, মো. কাজী রিয়াজুল ইসলাম, আল আমিন, মো. আল আমিন সিকদার (কুটু), শরিফুল ইসলাম, নিয়ামুল হাসান, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আমেনা খানম, মাহফুজা আক্তার লিপি, খাদিজা পারভীন, নাজনীন বেগম, আছিয়া বেগম সহ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ্য গত ১৫ জুনের নির্বাচনে শেখ রকিব হোসেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। রবিবার (১৭ জুলাই) তিনি শপথ গ্রহন করেন। আজ সোমবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি আনুষ্ঠানিক ভাবে গোপালগঞ্জে পৌরসভার দায়িত্ব গ্রহন করেন।
(টিকেবি/এএস/জুলাই ১৮, ২০২২)