পাথরঘাটা প্রতিনিধি : ১৮ জুলাই সোমবার রাত ৩টার দিকে  একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাথরঘাটার কিরণপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে ঢুকে পরেছে। ঘটনার পর বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছে বলে জানা গেছে।

ওই বাসটি পদ্মাসেতু চালু হওয়ার পর পাথরঘাটা-ঢাকা সড়কপথে চলাচল করছিল বলে জানা গেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পুলিশ পরিদর্শক করে। সোমবার ভোরে উৎসক জনতা বাসটির চারপাশে ভীড় জমিয়ে চালকের উদসিনতার অভিযোগ করেছেন। ঘটনার সময় মাত্র ৩জন যাত্রী থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে সরজমিনে গিয়ে ওই বাড়ির আ: রাজ্জাক নামক এক ব্যক্তির সঙ্গে কথা বলে জানাগেছে রাতে আশেপাশের বাসিন্দারা আতঙ্কগ্রস্থ হয়ে পরে। এছাড়াও ওই বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দমড়েমুচড়ে যেতে দেখা গেছে।

স্থানীয় ইউপি সদস্য শাজাহান মিয়া জানান, কিভাবে বিআরটিসির এই এসি বাসটি দুর্ঘটনায় পতিত হল সে বিষয়ে কিছু ই বুঝা গেলো না। তবে যাত্রী কম থাকায় হতাহতের ঘটনা ঘটেনি ।

(এটি/এসপি/জুলাই ১৮, ২০২২)