নড়াইলে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : সম্প্রতি নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগ ও মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাড়িয়ে হাতে হাত ধরে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী এ মানবন্ধন পালিত করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘের সভাপতি মানষ তালুকদার, সাধারণ সম্পাদক পলাশ বর, শিক্ষার্থী নিউটন বিশ্বাসসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা সম্প্রতি নড়াইলের দিঘলিয়া ও লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি লুটপাট, ভাংচুর এবং মন্দিরে হামলার প্রতিবাদ জানান এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।
(টিকেবি/এসপি/জুলাই ১৯, ২০২২)