রিপন মারমা কাপ্তাই, রাঙামাটি : মুজিবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহদান ও উপহার হিসেবে ৩য় পর্যায়ে ২য় ধাপে গৃহ ও জমি প্রদানের বিষয়ে রাঙামাটি কাপ্তাই  উপজেলা প্রশাসন আয়োজনে প্রেস ব্রিফিং করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল কাপ্তাইয়ে আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে ২য় ধাপ মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষ্যে বুধবার(২০ জুলাই) দুপর সাড়ে ১২টা দিকে কাপ্তাই উপজেলা প্রশাসনে আয়োজনের উপজেলা কিন্নরীতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং আয়োজন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসীর জাহান।

উপজেলা নির্বাহী অফিসার মুনতাসীর জাহান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তার বিচক্ষণতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য যখন থেকে প্রকল্প গ্রহণ করেন তখন থেকেই কাপ্তাই উপজেলার মানুষের মাঝে ভূমিহীন ও গৃহহীন হিসেবে ঘর পাওয়ার আকুলতা লক্ষ্য করা যায়।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী এই স্বপ্ন বাস্তবায়নে দ্রুত গতিতে কাজ চলছে।
সারাদেশে ২৬ হাজার ২’শ ২৯ ভূমিহীন ও গৃহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করা হবে।

এবার দ্বিতীয় পর্যায়ে প্রতিটি গৃহ নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা । কাপ্তাই উপজেলাধীন রাইখালী ও চন্দ্রঘোনা এ দুই ইউনিয়নের ২৬টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ সেমি-পাকা দ্বিকক্ষ বিশিষ্ট নতুন ঘর (গৃহ) পাবে,এ নতুন গৃহ আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে।

কাপ্তাই উপজেলা প্রশাসনের তথ্যানুযায়ী কাপ্তাই ইতোপূর্বে ৭৩ টি গৃহহীন পরিবারের মাঝে গৃহ নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। চলতি ২০২১-২২ অর্থ বছরের ৩য় পর্যায়ে দ্বিতীয় ধাপে আরো ২৬ পরিবারের জন্য গৃহ নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে।এরই মধ্যে ২য় পর্যায়ে ভূমি ও গৃহহীন পরিবারের জন্য সম্পূর্ণ গৃহ নির্মাণ করা হয়েছে ০৫ টি।

কাপ্তাই উপজেলা উপকারভোগিরা ঘর পেয়ে ভীষণ খুশি ও তাদের পারিবারিক মর্যাদা ও স্বচ্ছলতা বেড়েছে। কেননা তাদের আর ঘর নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। যারমধ্যে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ তথা আশ্রয়ন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর এর উদ্যোগটি অত্যন্ত মহতী ও সৎ উদ্যোগ। উদ্যোগকে একটি জনকল্যাণমূলক ইবাদতের সামিল বলে মনে করা হয়। তার ধারাবাহিকতা কাপ্তাইয়ে আগামিকাল ২১ এপ্রিল রাঙামাটি জেলা কাপ্তাই উপজেলা ২৬ টি ঘর মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে উদ্ভোধন হতে যাচ্ছে বলে প্রেস ব্রিফিং এ জানানো হয়।

এসময় প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, চন্দ্রঘোনা নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জনপ্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/জুলাই ২০, ২০২২)