রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার দুই ইউনিয়নের ৩০ ভূমিহীন পরিবারকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ঘর। সেই সঙ্গে দেওয়া হয়েছে ২ শতক করে জমিও।

মুজিবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও ঘর প্রদান প্রকল্পের আওতায় কেন্দুয়া ও ইটাইল ইউনিয়নের ভূমিহীনদের এই ঘর ও জমি দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক ঘর হস্তান্তর উদ্বোধনের পর জামালপুরে উপকারভোগীদের দেওয়া হয় ঘর ও জমি হস্তান্তরের ফোল্ডার। এ ফোল্ডারে ছিল খাসজমি বন্দোবস্ত পত্র, কবুলিয়ত দলিল ও নামজারি কাগজ।

উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. মোজাফফর হোসেন অডিটোরিয়ামে ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সহাকারী কমিশনার (ভূমি) মো. বরকত উল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন প্রমুখ।

জেলা প্রশাসক জানান, মুজিবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও ঘর প্রদান প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে দ্বিতীয় ধাপে জামালপুরে ৩০ পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করা হলো। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫ শ টাকা।

(আরআর/এসপি/জুলাই ২১, ২০২২)