শিতাংশু গুহ


ছবি কথা বলে? এই বৃদ্ধার ঘর পুড়ে ছাই, জীবন সায়াহ্নে এসে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। দুধের শিশুটি অবাক বিস্ময় বা হয়তো ভীত হয়ে জিজ্ঞাসু নয়নে ভাবছে, এই সাম্প্রদায়িক বিষবাষ্পে ভরপুর এই বাংলাদেশে আমার ভবিষ্যৎ কি? ছবিটি নড়াইলের সাহাপাড়ার। দীপালি সাহা (৬২) এবং নাতনি রাই সাহা (৮মাস)। শনিবার ১৬ই জুলাই ২০২২ দুপুরে পোড়া বাড়ির সামনে দাঁড়িয়ে বিলাপ করছিলেন দিপালী। নাতনিকে কোলে নিয়ে তিনি বলেন, 'এমনকি নাতনির খেলার পুতুলগুলোও হিংসার হাত থেকে বাঁচেনি।' বৃদ্ধা দিপালী বলেছেন, আমরা হিন্দু তাই আমাদের ওপর হামলা করেছে। তিনি এ দুঃসহ স্মৃতি ভুলতে পারছেন না, চোখের সামনে নিজের বাড়িঘর আগুনে ধ্বংস হয়ে যেতে দেখেছেন। ডেইলী স্টারকে তিনি আরো বলেছেন, 'একদল লুট করে চলে যাওয়ার পর আরেকদল লুট করতে এসে কিছু না পেয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়’। 

পাশাপাশি দুটি ছবি। একটিতে শিক্ষার্থী যুবক আকাশ সাহাকে ৮/৯জন পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। তার হাতে হাতকড়া, দুই পুলিশ তাকে দুই হাত দিয়ে ধরে রেখেছে। তার অপরাধ তিনি ফেইসবুকে নবী মুহম্মদের বিরুদ্ধে লিখেছেন, যদিও ইতিমধ্যে খবর বেরিয়েছে যে, আকাশ তা করেনি, (ইউএনও ভাষ্য মতে ফেক আইডি) জাহাঙ্গীর আলম নামের একজন মুসলমান আকাশের নামে একটি ভুয়া একাউন্ট খুলে সেটি করেছে। অন্য ছবিতে সাহা-পাড়ায় ঘরবাড়ীতে অগ্নিসংযোগ, মন্দির-মূর্তি ভাঙ্গচুর, লুটপাট, মারধর করার অপরাধে গ্রেফতারকৃত ৫জন? সাথে মাত্র দুই পুলিশ। অপরাধীদের কারো হাতে হাতকড়া নেই, যেন তাঁরা শ্বশুরবাড়ী যাচ্ছে? সত্যিই বাংলাদেশে হিন্দুরা বাংলাদেশে জামাই আদরে আছে

লেখক : আমেরিকা প্রবাসী।