আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা বিশ্ব মুসলিমকে ঈদুল আজহা ও হজের শুভেচ্ছা জানিয়েছেন।

ওয়াশিংটনের স্থানীয় সময় শুক্রবার দেয়া এক বিবৃতিতে ওবামা দম্পতি বলেন, হজের সময় শিয়া ও সুন্নির মধ্যে কোন বিভেদ থাকে না। সবাই পাশাপাশি দাঁড়িয়ে হজ পালন করেন এবং নামাজে সিজদা দেন।

বিবৃতিতে আরও বলেন, আর এটা আমাদের মনে করিয়ে দেয় ধর্ম, জাতি, বর্ণ, বয়স বা লিঙ্গ নির্বিশেষে মানুষ হিসেবে আমরা সবাই সমান।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ঈদে মুসলমানরা একে অপরের খোঁজখবর নেবেন এবং ধনীরা গরিবদের সহযোগিতা করবেন।’ শেয়ারিংয়ের (ভাগাভাগি) ক্ষেত্রে এটি বিশ্বের সবচেয়ে বড় উদাহরণ বলে মনে করেন ওবামা।

মুসলমানদের ঈদ মোবারক জানিয়ে ওবামা বলেন, ‘মার্কিন জনগণের পক্ষ থেকে মুসলমানদের প্রতি উষ্ণ অভিনন্দন রইল।’

(ওএস/অ/অক্টোবর ০৫, ২০১৪)