রাজন্য রুহানি, জামালপুর : সাংগঠনিক শৃংঙ্খলা ভঙ্গের দায়ে শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আলম আলীকে সাময়িক বহিষ্কার করেছে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ।

সোমবার (২৫ জুলাই) সকালে বহিস্কৃত ওই সাধারণ সম্পাদকের কাছে প্রেরিত জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম. এ মান্নান খান ও সাধারণ সম্পাদক এড. মো. হাফিজুর রহমান স্বপনের যৌথ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, 'বাংলাদেশ আওয়ামী লীগ ২নং শরিফপুর ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক কাউন্সিল ২০২২ উপলক্ষে আপনিসহ একাধিক ব্যক্তি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হইয়া প্রতিদ্বন্দ্বিতা করিতে ছিলেন। কাউন্সিলরদের মধ্যে প্রচার কাজ পরিচালনা করাকালীন গত ২২ জুলাই গোদাশিমলা বাজার ও মুকুল বাজারে পরপর দুইটি স্থানে সাংগঠনিক শৃংঙ্খলা ভঙ্গের ঘটনা ঘাটিয়াছে। দুইটি ঘটনাতেই আপনার স্বশরীরে সম্পৃক্ততা ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ ২নং শরিফপুর ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনকে স্বাভাবিক গতিতে সুষ্ঠুভাবে উদযাপনে আপনি সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। উপরন্তু আপনার উপস্থিতিতে আপনার অনুগত লোকজন কর্তৃক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মো. শহিদুল ইসলাম সজিবকে শারীরিকভাবে প্রহার করা হইয়াছে। বর্তমানে সে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রহিয়াছেন। আপনার উক্তরূপ সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ ২নং শরিফপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পদ হইতে সাময়কিভাবে বহিষ্কার করা হইল।'

সাময়িক বহিষ্কারের বিষয়টি জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম. এ মান্নান খান নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বহিস্কৃত ওই সাধারণ সম্পাদকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ওপর দোষ চাপিয়ে এই কাজ করেছে। সার্বিক বিষয় বিবেচনায় বহিষ্কার হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

(আরআর/এএস/জুলাই ২৫, ২০২২)